নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বোরাক পরিবহনে একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মুক্তি বেগম, হাসান, রাহিমা, লিপি, মারিয়া, শেফালী, নির্জনা, আলিফ, মাসুম ও খাদিজার নাম জানা গেছে। এদের মধ্যে মুক্তি বেগমের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের নাঙ্গলবন্দ এলাকা থেকে ২৫/৩০ জন বোরাক পরিবহনের একটি বাসে করে (ঢাকা মেট্রো জ ১১-২৪৯২) নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্কের উদ্দেশে যাচ্ছিল। বাসটি রূপগঞ্জ উপজেলার নীলভিটা এলাকায় পৌঁছালে রাসতার পাশে খাদে পড়ে যায়। এতে শিশু ও নারীসহ প্রায় ২৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।