বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় শাহিনুর আলম (২৯) নামে ছাত্রলীগের সাবেক এক নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার রাতে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রুমা আওয়ামী লীগ অফিসের সামনের মোড়ে মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহিনুর উপজেলার পাইলটপাড়ার আবু তালেবের ছেলে। তিনি ছাত্রলীগের সাবেক অর্থ-সম্পাদক।