,

রায়পুরায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ পাঁচটি গরু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার বিআরডিবি চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাসিব আহমেদ জাকিরের গরুর খামারে দুর্বৃত্তের দেয়া আগুনে দু’টি গাভী ও তিনটি ষাঁড় অগ্নিদগ্ধ হয়েছে। এ ঘটনার পর থেকে একটি বাছুর নিখোঁজ রয়েছে।

ঘরের ভেতর খড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারের মালিকের।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার নজরপুর এলাকায় ওই ঘটনা ঘটে। জাকির জানান, দুর্বৃত্তের আগুনে তার পাঁচটি গরুর শরীরের বেশির ভাগ অংশ আগুনে ঝলসে গেছে। ওই ঘটনার পর থেকে একটি বাছুর নিখোঁজসহ ১০৫ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থের একটি ঘর ও মালামাল অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।

স্থানীয়রা  ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সৈয়দ আসাদুর জামান জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে।

এই বিভাগের আরও খবর