,

রাস্তার রাজা ‘ইজিবাইক’!

জেলা প্রতিনিধি, বরগুনা: সড়কের  দুই পাশে প্রায় আধা কিলোমিটারজুড়ে আছে রিকশা ও ইজিবাইক। এ যেন ইজিবাইকের স্ট্যান্ড! পৌর শহরের অলিগলি সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এরা। এরাই রাস্তার রাজা ‘ ইজিবাইক’।

বরগুনার বেতাগী পৌর শহরের সেতুর পূর্ব পাশে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের অংশে দুপাশ অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে  ‘ইজিবাইকের স্ট্যান্ড। এদের দাপটে ঝুঁকি নিয়ে মূলসড়কের পাশ দিয়ে  চলাচল করতে হচ্ছে পথচারীদের।

সরেজমিনে দেখা যায়, বেতাগী পৌর শহর বাজার প্রবেশদ্বারে সেতুর পূর্ব পাশে সড়কের অংশে শুরুতে এক পাশে কয়েকটি ভাসমান ফেড়িওয়ালাদের দোকান, অন্য পাশে রাস্তার ওপর সারি সারি ইজিবাইক দাঁড়ানো। ব্যাটারিচালিত ইজিবাইক আর রিকশাগুলো যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাস্তায়। রাস্তার পাশেই সাপ্তাহিক হাটের দিনে ভাসমান বেশকিছু শাকসবজি, ফল ও ফাস্টফুডের দোকান বসে। রাস্তার ওপর দাঁড়িয়ে বাজার করছেন অনেকে। ইজিবাইকের ড্রাইভার যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠাচ্ছে ও নামিয়ে দিচ্ছে। এসব ইজিবাইক যাত্রীদের অপেক্ষায় বাজারের যেখানে-সেখানে দাঁড়াচ্ছে। আবার যাত্রী উঠিয়ে বেপরোয়া গতিতে চলছে। হাটের দিনগুলোতে সম্পূর্ন সড়কজুড়ে ‘ইজিবাইক’ দখল করে থাকে। সারি সারি ইজিবাইকের অবস্থান দেখে মনে হচ্ছে, এরা রাস্তার রাজা। সড়কে অদক্ষ চালক ও দ্রতগতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

বেতাগী পৌর শহরে সপ্তাহের শনিবার ও বুধবার সাপ্তাহিক হাট বসে। পৌর শহরে বিভিন্ন এলাকা থেকে কেনাবেচা করার জন্য হাটের দিনগুলোতে ভিড় করে। জনসাধারণ পন্যবহনে এবং আসা যাওয়ায় সহজলভ্য ইজিবাইক ব্যবহার করেন। ইজিবাইকের চালকদের শৃংখলার অভাবে একটু সময় পরপর সৃষ্টি হচ্ছে যানজট। মূল সড়ক থেকে যাত্রীদের পাশে নেমে হাঁটতে গিয়ে গা ঘেঁষে চলে যাওয়া রিকশা কিংবা লেগুনার ভয়ে আঁতকে উঠছেন অনেকে।

হাঁটের দিনে সরেজমিনে গিয়ে দেখা গেল, পৌর শহরের সেতুর পূর্ব পাড় সড়কের আধা কিলোমিটার জুড়ে সারি সারি অটোরিকশা, রিকশা দাড়িয়েছে যাত্রীর অপেক্ষায়।

এ সময়  চলাচলকারী একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তারা বলেন, এখানে রাস্তার দুই পাশে ইচ্ছেমাফিক ইজিবাইকে যাত্রী ওঠা-নামানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছে। হাঁটের দিন সকালে যানজট হয় সবচেয়ে বেশি। তখন অনেক সময় আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।

পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্তোর্ধ্ব আব্দুর রাজ্জাক বলেন, ‘অতি দ্রুত এসব বেপরোয়া ইজিবাইক নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এগুলো যেন নির্ধারিত স্ট্যান্ড থেকে চলাচল করান কর্তৃপক্ষ।’

সরকারি কলেজ গেট এলাকার বাসিন্দা আল আমিন বলেন, ‘ইজিবাইকের কারণে চলাচলে অনেক সমস্যা হচ্ছে। ইজিবাইকের জন্য আলাদা স্ট্যান্ড করা দরকার।’

পথচারি কামাল হোসেন  বলেন, ‘হাটের দিনগুলোতে অনেক সময় দেখা যায় যেখানে সেখানে যাত্রী ও পন্যসামগ্রী ওঠানো-নামানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়।’

রিকশাচালক বিমল পরামানিক বলেন, ‘রিকশা ও ইজিবাইক কোন স্ট্যান্ড নেই। এ কারণে চালকরা রাস্তার ওপর দাড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করেন।’

পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন, ‘প্রয়োজনীয় জমি পেলে  রিকশা, ইজিবাইক, নসিমন ও পন্যবাহী পিকআপের জন্য শিগগিরই স্ট্যান্ড করা হবে।’

এই বিভাগের আরও খবর