আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মধ্যাঞ্চলের ইজহেভস্ক শহরের একটি স্কুলে এ হামলা চালানো হয়। ওই সময়ে সেখানে ১ হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।
হামলার পর পরই অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর স্কুল ভবন থেকে ছাত্র ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়। তবে কী কারণে হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।