,

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ৩ সেপ্টেম্বর

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে ৩ সেপ্টেম্বর। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত আবেদন গ্রহণ ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হবে।

তিনটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলবে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু এসব তথ্য নিশ্চিত করেছেন।

‘এ’ ইউনিটের অধীনে কলা, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষা হবে। এই ইউনিটে থাকবে বিভাগ পরিবর্তনের সুযোগ। ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি অনুষদের পরীক্ষা হবে।

একজন ভর্তিচ্ছু শুধু একটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। পরবর্তীতে উত্তীর্ণরা ১ হাজার ৯৮০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে পারবে।

লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতেই পরীক্ষা নেয়া হবে। এমসিকিউ ৬০ নম্বর এবং লিখিত ৪০ নম্বর। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট ও ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত দুই শিফটে পরীক্ষা হবে।

মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পেতে হবে। উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭ লাগবে। বাণিজ্য বিভাগে ন্যূনতম ৩.৫ করে মোট ৭.৫ এবং বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৩.৫ করে মোট জিপিএ ৮ লাগবে। প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এই বিভাগের আরও খবর