,

রাতে এসএসসি পরীক্ষা দিল ২৮ শিক্ষার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৮ শিক্ষার্থী রাতে এসএসসি পরীক্ষা দিয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হয়। এদিন তাদের খ্রিস্ট ধর্ম পরীক্ষা ছিল।

ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় তাদের পরীক্ষা রাতে নেওয়া হয়। এদের মধ্যে রয়েছে ১৩জন মেয়ে এবং ১৫জন ছেলে। ২৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও এদিন একজন ছাত্রী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন কেন্দ্র সচিব। রাতে পরীক্ষা দেওয়া সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, ধর্মীয় বিধানে শনিবার দিনের বেলায় এই ধর্মের অনুসারীদের লেখা নিষেধ থাকায়, ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হয়। ঢাকা বোর্ডের নির্দেশে অন্যদের সঙ্গে ওই ২৮ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হয়। আগামী ২২ ফেব্রুয়ারি ওই শিক্ষার্থীদের আরও একটি পরীক্ষা রাতে নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব মিনতী বৈদ্য।

এই বিভাগের আরও খবর