কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনার প্রাদূর্ভাবে ঘরে থাকা, কর্মহীন, দরিদ্র, অসহায় মানুষের বাড়ি বাড়ি রাতের আঁধারে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ নিয়ে ছুটছেন সমাজসেবক ফারুক আহমেদ মিয়া।
রোববার (১২ এপ্রিল) উপজেলার বেথুড়ী ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
সমাজসেবক ফারুক আহমেদ মিয়া বলেন, ‘করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমজুর, হতদরিদ্র মানুষ পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে আছেন। এসব অভাবী মানুষের কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সে জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।’
করোনা পরিস্থিতির দুর্দিনে এ সাহায্য পেয়ে অনেকে তাদের পরিজনদের নিয়ে দু’মুঠো ভাত খেতে পারবেন বলে সন্তোষ প্রকাশ করেন।