,

রাজবাড়ী-১ আসনের এমপি’র স্ত্রী করোনা আক্রান্ত

রাজবাড়ী প্রতিনিধি: সারাবিশ্বকে নিশ্চল করে দেয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর সহধর্মিণী রেবেকা সুলতানা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সংসদ সদস্য কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা অসুস্থ হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ হয়। তখন থেকেই তাকে ঐ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সংসদ সদস্য কাজী কেরামত আলী স্ত্রীর সাথেই রয়েছেন।

বিশ্বস্ত সুত্রে জানা যায়, কাজী কেরামত আলী সুস্থ আছেন এবং তাকে শারীরিক পরীক্ষা করা হলে ফলাফল করোনা ভাইরাস নেগেটিভ আসে।

রেবেকা সুলতানার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতি হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর