ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, নাভানা টাওয়ারে পাশে অবস্থিত তালতলা বস্তিতে দুপুরের দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।