নিজস্ব প্রতিবেদক: এক আওয়ামী লীগ নেতার খামারে রাখালের হাত-পা বেঁধে ও মারধর করে ছয়টি গরু ডাকাতির অভিযোগ উঠেছে সাভারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) ভোররাতে সাভারের রাজাশনের ঘাসমহল এলাকায় সোয়াদ ডেইরি ফার্ম নামে খামারে এই ঘটনা ঘটে। খামারের মালিক আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন।
ফারুক হাসান তুহিন বলেন, এর আগে আমার খামার থেকে চারটি গরু চুরি হয়েছিল। এবার ডাকাতি করে নিয়ে গেল ছয়টি গরু। গরু দুটির বাজারমূল্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা হবে। এ মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
খামারের ম্যানেজার আব্দুল খালেক বলেন, রাত সাড়ে ৩টার দিকে ৯-১০ জনের একটি ডাকাতদল গেটের তালা কেটে ফার্মের ভেতরে ঢুকে পড়ে। তারা রাখালের হাত-পা বেঁধে ও মারধর করে চাবি নিয়ে নেয়। পরে খামারে ঢুকে ছয়টি গরু ট্রাকে করে নিয়ে চলে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।