রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে শ্লীলতাহানির অভিযোগে মঞ্জু মিয়া (৫২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দায়ের করেছে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঞ্জু মিয়া নামের এই ব্যক্তি গত (২৭ সেপ্টেম্বর) শুক্রবার স্কুল পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
মেয়েটি নিজের পরিবারের লোকজন ও স্বজনদের কাছে বিষয়টি জানালে তারা পরামর্শ করে মামলা দায়েরের সিন্ধান্ত নেন।
এ বিষয়ে রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইমুল ইসলাম জানান, সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী ২০০৩ সাল) একটি মামলা দায়ের করা হয়েছে।