,

রংপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাজমুন নাহার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে একই এলাকার মৃত আবদুল লফিতের মেয়ে। অন্যজন গঙ্গাচড়া উপজেলার আরিফ মিয়ার ছেলে। সে গঙ্গাহরি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।

রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই দুজনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই তারা বল খেলছিল। বেলা দুইটার দিকে তাদের খেলার বল পাশের ঘাঘট নদে গিয়ে পড়লে তারা দুজন বল খুঁজতে নদের পানিতে নেমে পড়ে। সেখানে শিশু দুটি পানিতে ডুবে গেলে তাদের উদ্ধারের চেষ্টা করেন স্থানীয় ব্যক্তিরা। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

হাজিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ওই শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর