নিহতের বড় ভাইয়ের দাবি, প্রেম ঘটিত বিরোধের জেরেই হত্যা করা হয়েছে তাকে। সাবেক প্রেমিকার সাথে দীর্ঘদিনের বিবাদ মেটানোর প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওই মেয়েটির বর্তমান প্রেমিক মিরাজকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। সেখানে অবস্থান করা আরও কয়েকজন যুবক মিলে মিরাজ ও তার বন্ধু নাজমুলের ওপর অতর্কিতে হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মিরাজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত নাজমুলকে প্রাথমিক চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদের জন্য বগুড়া সদর থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ময়না তদন্তের জন্য মিরাজের মরদেহ জিয়াউর রহমান মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।