,

যুদ্ধ বন্ধ করুন: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই আহ্বান জানান।

গুতেরেস বলেন, ‘আজ রাতে হৃদয়ের অন্তস্থল থেকে আমার শুধু একটি কথাই বলার আছে। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে হামলা থেকে আপনার সেনাদের বিরত রাখুন। শান্তিকে একটু সুযোগ দিন। ইতোমধ্যে বহু মানুষ নিহত হয়েছে।’

পরে তিনি সাংবাদিকদের বলেন, এই যুদ্ধ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে যা অন্ততপক্ষে বলকান যুদ্ধের পর ইউরোপ দেখেনি।

প্রসঙ্গত, বুধবার রাতেই ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার ভোর থেকে হামলা শুরু করেছে মস্কোর সেনারা।

এই বিভাগের আরও খবর