ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আবদুল মান্নানকে মহাসড়ক ব্যারিকেড দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মান্নান তার বোনের বাসা থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে স্থানীয় মাসুম মোল্লা মহাসড়কে ব্যারিকেট দিয়ে ইট-পাথর নিক্ষেপ করে মান্নানকে হত্যার চেষ্টা করে। এতে মান্নানের হাতের একটি আঙুল ও হাতের তালু ফেটে গিয়ে মারাত্মক জখম হয়।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে মাসুম তার মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে আহত সাংবাদিক মান্নান বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ গংরা আমার ওপর কয়েক দফা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে। পুলিশ প্রশসনে বেশ কয়েকবার মৌখিক ও লিখিত অভিযোগ করলেও তেমন কোনো পদক্ষেপ নেয়নি।
তাদের নিরব ভূমিকার কারণে বার বার আমার ওপর হামলার সুযোগ পাচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি, ঘটনাস্থল থেকে মাসুমের ব্যবহৃত মোটরসাইকেলটি আলামত হিসাবে জব্দ করি। এ ঘটনায় অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।