,

যুক্তরাষ্ট্রে ফের গুলিতে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে ফের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

ওহাইও রাজ্যের অরেগন জেলার ডেটনে ওই হামলায় আহত হয়েছেন ১৬ জন।

ওহাইও পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি ও নিউ ইয়র্ক টাইমস।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে ডেটনে একটি বারের বাইরে এক হামলাকারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

পরে ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

ডেটনের সহকারী পুলিশ প্রধান ম্যাট কারপার সাংবাদিকদের জানিয়েছেন, গুলির শব্দ শুনেই টহলরত পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং হামলাকারীকে বাধা দেয়।

এ সময় পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে টেক্সাসের এল পাসোতে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

এছাড়া গত ২৮ জুলাই ক্যালিফোর্নিয়ার সান হোসেতে একটি খাদ্য উৎসবে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হন।

সর্বশেষ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় গুলি বর্ষণের ঘটনা। এসব ঘটনায় ৩৪ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর