,

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার সাড়াপোল এলাকায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আমির মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক আমির ওই গ্রামের লেদু মিয়ার ছেলে।

ধর্ষণের শিকার পুত্রবধূ জানান, গত ৩ রমজান আমির মিয়ার ছেলে দিনমজুর ইব্রাহিমকে ভালবেসে বিয়ে করেন। পরিবারের অমতে বিয়ে করায় পিতামাতা সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

কিন্তু সংসারে বেশি দিন আর সুখ রইল না। স্বামী ইব্রাহিমকে শ্বশুরের বিষয়ে জানালে তাকে বিশ্বাস না করে উল্টো শাসায়। পিতার বাড়িতে যোগাযোগ না থাকায় কোথায় যাবে এই ভয়ে তিনি কাউকে বলেননি। এরপর কয়েকবার শ্বশুর তাকে ধর্ষণ করে।

গত ৩০ আগস্ট পুত্রবধূ তার খালার বাড়ি যশোর সদর উপজেলার শেখহাটিতে চলে যায়। পরদিন ৩১ আগস্ট তার শ্বশুর খালার বাড়িতে যায়। এসময় ওই শ্বশুর পুত্রবধূকে আপত্তিকর কথা বললে তার খালা শুনতে পায়। এরপর ওই খালা মেয়েকে প্রশ্ন করলে সে সব কথা খুলে বলে।

এরপর রবিবার (১ সেপ্টেম্বর) রাতে কৌশলে তার শ্বশুরকে খালার বাড়িতে ডেকে নিয়ে পুলিশের হাতে সোপার্দ করে।

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আমির মিয়াকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।

এই বিভাগের আরও খবর