,

যশোরে ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে নিজ বাসার ছাদ থেকে পড়ে আব্বাস আলী (৫৫) নামে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কেশবপুর উপজেলা শহরের পাবলিক মাঠ সংলগ্ন বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আলী সোনালী ব্যাংকের ফরিদপুর কর্পোরেট শাখার কর্মকর্তা ছিলেন।

স্থানীয়রা বলেন, আব্বাস আলীর গ্রামের বাড়ি কেশবপুরের আটন্ডা গ্রামে। তবে প্রাইমারি স্কুলের শিক্ষক স্ত্রী শাহনাজ পারভীন ও তিন কন্যাকে নিয়ে তিনি উপজেলা শহরে নির্মাণ করা নিজ বাড়িতেই বাস করতেন।

সোনালী ব্যাংক কেশবপুর শাখার কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়নের নেতা মতিয়ার রহমান বলেন, সন্ধ্যায় চারতলার ছাদে গিয়েছিলেন কাপড় আনতে। এ সময় কাপড় তুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আব্বাস আলীর মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর