,

ম্যানেজিং কমিটির নির্বাচনে ‘মৃত ব্যক্তির’ ভোট দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগরে ম্যানেজিং কমিটির নির্বাচনে মৃত ব্যক্তি ও প্রবাসীর ভোট প্রদানের অভিযোগ উঠেছে।

উপজেলার মহিষখলা দাখিল মাদরাসার কমিটি নির্বাচনে এমন অভিযোগ তোলেন অভিভাবক সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মিয়া।

তিনি বলেন, ‘ইবতেদায়ি শাখায় আমরা দুজন প্রার্থী ছিলাম। ৯৯ ভোটের মধ্যে ভোটাররা ৬৬ ভোট দিয়েছেন।

এ ছাড়াও মৃত, প্রবাসী ও চাকরির কারণে গ্রামের বাইরে থাকা ব্যক্তিদের ভোট জালিয়াতি করে অন্য লোকদের দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি পুনরায় ভোটগ্রহণের দাবি জানাচ্ছি। ’

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে মহিষখলা দাখিল মাদরাসায় ভোটগ্রহণ শুরু হয়, বিকেল ৫টার দিকে ভোট গণনা করা হয়। নির্বাচনে ইবতেদায়ি শাখায় অভিভাবক সদস্য পদে দুজন ও দাখিল শাখায় চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মহিষখলা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আজিজ বলেন, ‘নির্বাচনের বিষয়ে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। এ বিষয়ে আমি কিছু জানি না। ’

নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সুন্দর পরিবেশে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছি। ’

এই বিভাগের আরও খবর