বিডিনিউজ ১০ বিনোদন: প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। একাধিকবার তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
এদিকে নতুন বছরের শুরুতে রাজ কামাল গ্রুপের খাদ্যপণ্যের একটি বিজ্ঞাপনে মডেল হন মৌসুমী। সম্প্রতি মালয়েশিয়ায় বিজ্ঞাপনটির চিত্রধারণ শেষ হয়েছে। মৌসুমীর পর চিত্রনায়িকা নিঝুম রুবিনাও এই কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছেন। তারই ধারাবাহিকতায় একই কোম্পানির আরেকটি বিজ্ঞাপনে মডেল হলেন নজরুল রাজ। আজ শুক্রবার মালয়েশিয়ায় বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সবগুলো বিজ্ঞাপন নির্মাণ করছেন রিপন নাগ।
গত ১৬ জানুয়ারি মালয়েশিয়া যান মৌসুমী। সেখানে বিজ্ঞাপনটির কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। এখন নজরুল রাজের অংশের শুটিং চলছে। খুব শিগগির এসব বিজ্ঞাপন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
এবারই প্রথম নয়, এর আগেও কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন নজরুল রাজ।