লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় মাছ ধরার ট্রলার ডুবির দুইদিন পর নিখোঁজ জেলে মো. রিয়াজের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে মেঘনা নদীর চরগজারিয়া এলাকা থেকে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে।
নিহত রিয়াজ চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলকার নুর মোহাম্মদের ছেলে।
জানা গেছে, বুধবার (৬ মে) সকালে জনতা বাজার এলাকার বেলাল হোসেন মাঝি ও রিয়াজসহ ৭ জেলে নদীতে মাছ শিকারে যান। ওইসময় ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে যায়। এরমধ্যে ৬ জন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও রিয়াজ পারেননি। এরপর থেকে রিয়াজের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রিয়াজের লাশ উদ্ধার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।