,

মেঘনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলার ভাওর খোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার ভাওরখোলা ইউনিয়পরিষদ সংলগ্ন ভাওরখোলা রাস্তার মোড়ে রোববার দুপুরে ওই মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

এলাকার কয়েক’শ নারী-পুরষ ইউপি চেয়ারম্যানের দুর্নীতি বন্ধে এবং বিভিন্ন অপকর্মের বিচার দাবি করেন।

এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,ভাওরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেন, ইউপি সদস্য সাব মিয়া,ফাতেমা,রেখা বেগমসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সভায়, সরকারি প্রকল্পের টাকা আত্মসাত , একই প্রকল্প দেখিয়ে বার বার বিল উত্তোলন, ভয় দেখিয়ে জিম্মি করে মেম্বারদের স্বাক্ষর নেয়া, জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ ও ওয়ারিশ সনদ প্রদানে অতিরিক্ত ফি আদায়,৭৫ ভাগ উন্নয়ন প্রকল্পের কাজ নিজের ওয়ার্ডে করা, সন্ত্রাসী কর্মকান্ড ও হত্যাসহ তার বিভিন্ন অপরাধের কথা তুলে ধরে তার শাস্তি দাবি করেন বক্তারা ।

এই বিভাগের আরও খবর