,

মেক্সিকোতে গোলাগুলিতে নিহত ৯

ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।ছবি- এএফপি

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে গোলাগুলিতে এখন পর্যন্ত ৯ জনের প্রানহাণির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দক্ষিণাঞ্চলে দুটি অপরাধী গ্রুপের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে দেওয়া বিবৃতির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম ‘এএফপি’।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, গুরেরো প্রদেশের প্রত্যন্ত এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহতরা স্থানীয় সংঘবদ্ধ অপরাধী গ্রুপ লস রোজোসের অনুসারী। এই গ্রুপের প্রধান জেনেন নাভা স্যাঞ্চেজ।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই গোলাগুলিতে উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্রের ব্যবহার হয়েছে। ওই এলাকায় বেশ কয়েকটি গ্রুপ মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। মাদক চোরাচালানের রুট নিয়ন্ত্রণের জন্য প্রায়ই এই গ্রুপগুলোর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর