মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের বাইনকাইচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম ধীরেন পোদ্দার (৫৮)। সে উপজেলার বাসিরা এলাকার রুপা পোদ্দারের ছেলে। পেশায় একজন কৃষি শ্রমিক। তার স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে আছে।
স্থানীয় ও নিহতের স্বজন রঞ্জিত ভদ্র জানাযায়,বৃহস্পতিবার বিকেলে জমিতে আলু মাপার কাজ শেষে বাড়িতে ফিরছিলেন ধীরেন পোদ্দার। ফেরার পথে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ধীরেন বাইনকাইচ এলাকায় আসলে বিকট শব্দে একটি বজ্র তার উপর পরে। এতে ঘটনা স্থলেই মারা যায় ধীরেন।
লৌহজং থানার পরিদর্শক(তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।