,

মুকসুদপুর থেকে জাল বিদেশি টাকাসহ একজন আটক

বিডিনিউজ ১০ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সৌদি ৫০ রিয়ালের দুটি নোট ও বাংলাদেশি পাঁচটি ৫০০ টাকার জাল নোটসহ আমির হোসেন (৫০)কে আটক করেছে র‌্যাব।

সোমবার বিকেলে স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছেড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামের রজব আলী শেখের ছেলে।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আটক হওয়া আমির আলী একজন পেশাদার প্রতারক, সে ডলার ও জাল নোট ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য এবং সে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বিভিন্ন এলাকায় দেশীয় জাল টাকা ও বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছে। উদ্ধারকৃত বিদেশি ডলার ও জালা নোটসহ তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সংক্রান্তে মুকসুদপুর থানায় প্রতারণা আইন, মুদ্রা আইন ও দণ্ডবিধি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর