গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের মুকসুদপুরে ৪ শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
ইসলামী রিলিফ বাংলাদেশের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী ফাউন্ডেশন এ মাংস বিতরণ করে।
মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লস্কর দীঘিরপাড় গ্রামে অনুষ্ঠিত এ কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, দিশারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাসিমা আজাদ, ইসলামী রিলিফের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল হাই আরিফ ও ওয়ালটন কোম্পানীর সিনিয়র ডিরেক্টর মহসিন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী উপস্থিত ছিলেন। পরে ৪ শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২ কেজি করে কোরবানির মাংস বিতরণ করেন অতিথিবৃন্দ।