বিডিনিউজ ১০ ডেস্ক: গোপালগঞ্জর মুকসুদপুরে কাভার্ড ভ্যানের চালক নাজিমউদ্দিন শেখ (২০) নিহত হয়েছেন।
শুক্রবার (২১ জুন) সকাল ৬ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর ফিলিং স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে।
নিহত নাজিমউদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা গ্রামের মোকলেছ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এস আই নিত্যানন্দ মল্লিক জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে মুকসুদপুর পেট্রোল পাম্পের কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাওন ট্রাভেলসের একটি কাভার্ড ভ্যান। এতে কভার্ড ভ্যানের চালক মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি ২টি আটক করা হয়েছে।