,

মুকসুদপুরে মদপান করিয়ে ছাত্রীকে ধর্ষণ

ফাইল ফটো

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রামে এক স্কুলছাত্রীকে মদ পান করিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই ছাত্রীর সাবেক প্রেমিকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নবম শ্রেণীর ওই ছাত্রীর অভিযোগ, কলিগ্রাম বঙ্গরত্ন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সোহাগ মল্লিকের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের এ সম্পর্কে ফাটল ধরে। এতে সোহাগ তাকে দেখে নেয়ার হুমকি দেয়।

ওই ছাত্রীর মা জানান, মঙ্গলবার রাতে বাড়ির পাশের টিউবওয়েল থেকে তার মেয়ে পানি নিয়ে আসার পথে সোহাগ জোর করে তাকে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে নিয়ে সেখানে তাকে মদ পান করানো হয়। ওই ছাত্রীর অভিযোগ, সোহাগ তাকে চড়-থাপ্পড় ও তার পেটে লাথি মারলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সোহাগ তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে সে বাড়িতে ফিরে আসে এবং রাতের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

এই বিভাগের আরও খবর