,

মুকসুদপুরে দখলমুক্ত হলো অর্ধকোটি টাকার সরকারি সম্পত্তি

সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে

মো. আকবর শেখ, মুকসুদপুর:  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তালবাড়িতে সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো প্রায় অর্ধকোটি টাকার সম্পত্তি।

সোমবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার জলিরপাড় ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) সিকদার নজরুল ইসলাম অভিযান চালিয়ে সরকারি জায়গায় গড়ে উঠা স্থাপনা ভেঙে অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করেন।

এ সময় ওই অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জলিরপাড় ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) সিকদার নজরুল ইসলাম বিডিনিউজ ১০ ডটকমকে বলেন, উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ি গ্রামে সরকারি জায়গায় দখল করে প্রভাবশালী মো. দাউদ মোড়ল পাকা ভবনের নির্মাণ কাজ করেন। বৃহস্পতিবার বিষয়টি আমরা জানতে পেরে দাউদ মোড়লকে সরকারী সম্পত্তি থেকে স্থাপনা সরিয়ে নিতে বলি। কিন্তু তিনি শনিবারের মধ্যে সরকারি জায়গা থেকে সবকিছু সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন এসিল্যান্ড স্যারের কাছে। অথচ তিনি নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। পরে এসিল্যান্ড স্যারের নির্দেশে আমরা সরেজমিনে গিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেই। এতে সরকারের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ দখলমুক্ত হয়েছে।

এ ব্যাপারে দাউদ হোসেন মোড়ল সরকারি সম্পত্তি দখলের কথা স্বীকার করে বিডিনিউজ ১০ ডটকমকে বলেন, ‘সম্প্রতি আগুনে আমার পাটের গুদাম পুড়ে গেছে। এখন পাট রাখার জায়গা নেই। রাস্তায় পাট মজুদ করে রেখেছি। এতে আমার পাট নষ্ট হচ্ছে। তাই সরকারি সম্পত্তিতে ভবন নির্মাণ করে সেখানে পাট মজুদ করতে চেয়েছিলাম। কিন্তু তহশীলদার অফিসের লোকজন গিয়ে আমার নির্মাণাধীন ভবনের অবকাঠামো ভেঙ্গে দিয়েছে। এতে আমার আর্থিক ক্ষতি হয়েছে।’

এই বিভাগের আরও খবর