,

মুকসুদপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

ফাইল ফটো

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাজন শেখ (২৫) নিহত হয়েছে।

গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গ্যাড়াখোলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ আতাউর রহমান জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে ওই স্থানে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে রাস্তার পাশ্ববর্তী গাছের সাথে ট্রাকের ধাক্কা লেগে চালক ঘটনাস্থলেই নিহত হন।

নিহত রাজন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের কামরুল শেখের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর