,

মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে কৃ‌ষি প্র‌ণোদনা আউস ধান উৎপাদ‌ণ বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে প্রা‌ন্তিক কৃষক‌দের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদে ১ম ও ২য় পর্যায়ে উপ‌জেলার ৪২৫ জন কৃষকের ম‌ধ্যে এসব বিত‌রন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান র‌বিউল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হো‌সেন, উপজেলা কৃ‌ষি অ‌ফিসার ম‌নিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দীন, উপজেলা উ‌দ্ভিদ সংরক্ষন অ‌ফিসার রুহুল কুদ্দুস আহ‌মেদ, সাংবাদিক কাজী ওহিদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর