,

মুকসুদপুরে ইজিবাইকের চাপায় নারী নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাপায় তিন সন্তানের জননী আল্লাদী শিকদার (৫৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে।

শনিবার দুপুরে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আল্লাদী শিকদার উপজেলার শান্তিপুর গ্রামের বিরেন শিকদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর পোনে ২টার সময় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর বটতলা নামক স্থানে আল্লাদী শিকদ রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা জলিরপাড় গামী যাত্রীবাহী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর