,

মিকচার মেশিন চাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মিকচার মেশিনের চাপায় আরিফ হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন নির্মাণ শ্রমিক।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান।

তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতাগ্রামের সাহেব আলীর ছেলে।

এরআগে উপজেলার ঘোনাপাড়া-সাজাইল আঞ্চলিক সড়কের নাওরা ভাদুলিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ শেষ করে মিকচার মেশিন নিয়ে নছিমনে তিতাগ্রামের দিকে ফিরতেছিলেন। নাওরা ভাদুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনে থাকা নির্মাণ শ্রমিকরা মিকচার মেশিনের নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হোসেন মারা যান।

এই বিভাগের আরও খবর