,

মান্দায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

ফাইল ফটো

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আওরঙ্গজেব জিবু (৪৮) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাগানে এ ঘটনা ঘটে।

আওরঙ্গজেব জিবু মান্দা উপজেলার দেলুয়াবাড়ী গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে মান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

এ বিষয়ে নওগাঁ জেলা ডিবি পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর