,

মাদারীপুর জেলা রিটানিং কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম।

মাদারীপুর প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে বেনামে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম জানান, আমাকে ও আমার পরিবারকে বেনামে লিখিত একটি কাগজে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে আমি পুলিশ সুপারকে জানিয়েছি এবং নিরাপত্তা বাড়ানোর জন্য বলেছি।

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার ঘটনার সত্যতা স্বীকার করে নিরাপত্তা বৃদ্ধিসহ তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

এই বিভাগের আরও খবর