,

মাদারীপুরে সাংবাদিক পরিবারের উপর হামলা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে গতকাল শনিবার রাতে জমি নিয়ে বিরোধের জেরে বাংলা টিভি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের পরিবারের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। হামলায় সাংবাদিক মেহেদীর মা-চাচীসহ আহত হয়েছেন ৭ জন।

স্থানীয়রা ও সাংবাদিক মেহেদী হাসান সোহাগ জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী মকবুল হোসেন হাওলাদারের সাথে সাংবাদিক মেহেদী হাসান সোহাগের পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জেরে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মকবুল হোসেন তার লোকজন নিয়ে রাতে বাড়িতে হামলা চালায়। এতে সাংবাদিকে মা, চাচীসহ আহত হয়েছেন ৭ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাংবাদিক মেহেদী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন।

এই বিভাগের আরও খবর