মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে রাজৈর উপজেলার বৈইলগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপভ্যানের মালিক পিরোজপুর জেলার সরূপকাঠির জগনাথকাঠি গ্রামের খোকন মিয়া (৩৫) ও চালক একই জেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ আলী (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জগামী গাছের চারাবোঝাই একটি পিকআপভ্যান কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাজৈরের বৈইলগ্রাম এলাকায় খাদে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা এর মালিক খোকন মিয়া ও চালক মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ মাদারীপুর মর্গে পাঠায়।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপভ্যানটি উদ্ধার করে রাজৈর থানায় রাখা আছে।