,

মাদারীপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী আবদুল মজিদ (৭৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ছয়জন ডেঙ্গু রোগী মারা গেলেন।

বুধবার ভোরে শিবচরের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মজিদের ছেলে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, আমার বাবাকে গত এক সপ্তাহ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা করিয়েছি। তার শরীরে প্লাটিলেট ২০ হাজার ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে তাকে শিবচরে আনা হয়। ভোরে তিনি মারা যান।

মাদারীপুরে এখন পর্যন্ত ছয়জন ডেঙ্গু রোগী মারা গেছেন। যার মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। বাকি চারজন ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর