,

মাদারীপুরে ছাত্রলীগের একাংশের ডাকা হরতাল চলছে

মাদারীপুর প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবিরকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে ছাত্রলীগের একাংশের ডাকা অর্ধবেলা হরতাল চলছে মাদারীপুরে। ফলে জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন।

সম্প্রতি দলীয় আদর্শ ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ এনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবিরকে ছাত্রলীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। এই ঘোষণার পর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এরই ধারাবাহিকতায় রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তানভীরের সমর্থকরা হরতাল ডাকেন। হরতালের সমর্থনে নেতাকর্মীরা শনিবার বিকেলে মিছিল করেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি।

হরতালের কারণে দূরপাল্লার সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। তবে রিকশা, ইজিবাইক, নছিমনসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর