মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭৫ জন ছাত্রীর মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের নোমানী ময়দানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন।
এলজিএসপি প্রকল্প-৩ এর অর্থায়নে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিয়ে প্রতিরোধে অনুষ্ঠিত সমাবেশ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইকেলগুলো বিতরণ করা হয়।
এর আগে সকাল ১০টায় নারীর ক্ষমতায়ন ও বাল্য বিয়ে প্রতিরোধে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা। বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বাইসাইকেল পাওয়া একাধিক শিক্ষার্থী।
বক্তারা বলেন, বাইসাইকেল চালিয়ে শুধু স্কুলে যাতায়াত নয়, এ প্রকল্পের লক্ষ্য প্রতিটি গ্রামে একাধিক কিশোরী স্বেচ্ছাসেবক তৈরি করা। সাইকেল পাওয়া মেয়েরা গ্রামে গ্রামে বাল্য বিয়ে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ইভটিজিং বন্ধসহ আত্মনির্ভরতার সক্ষমতা অর্জনে শুভেচ্ছা দূতের কাজ করবে।