,

মহাসড়কে যানবাহনের ফিটনেস পরীক্ষায় কমিটি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: হাইহোর্টের নির্দেশে গঠিত বিশেষ কমিটি গতকাল বুধবার ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেছে। জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও কয়েকটি গাড়ির কাগজপত্র রাখা হয়েছে অধিকতর পরীক্ষার জন্য। সকাল ১০টায় সিরাজদিখান উপজেলার নিমতলীতে অবস্থান নিয়ে কমিটির সদস্যরা যানবাহনের ফিটনেসসহ কাগজপত্র যাচাই করেন।
সূত্র জানায়, বিভিন্ন মহাসড়কে চলাচলরত যানবাহনের ফিটনেস আছে কি না তা বিশেষ কমিটির মাধ্যমে পরীক্ষার জন্য হাইকোর্ট গত ১২ নভেম্বর নির্দেশনা জারি করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (এসেস্ট) রওশন আরা বেগমকে আহ্বায়ক করে ১৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি গতকাল নিমতলীতে অবস্থান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়। তাদের সহযোগিতায় ছিল বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই)। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযানকালে কাউকে জরিমানা করা হয়নি। কমিটি এর আগে গাজীপুরের চন্দ্রা ও কাঁচপুর ব্রিজের কাছে অভিযান পরিচালনা করেছিল বলে সংশ্লিষ্টরা জানায়।
নিমতলীতে অভিযানকালে উপস্থিত ছিলেন কমিটির প্রধান রওশন আরা বেগম, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিআরটিএর পরিচালক  (রোড সেফটি) শেখ মো. মাহবুবে রাব্বানী, উপপরিচালক আবুল কালাম আজাদ, সচিব মো. আব্দুল সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) মনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (হাইওয়ে) আক্তারুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও খবর