,

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, দুইজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গতিতে বাস চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত বেশ কয়েকজন।

রবিবার রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের উনিশ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রীরা জানান, রবিবার রাত সোয়া ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি ওসমানীনগরের উনিশ মাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহত আটজনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর