আন্তর্জাতিক ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: ভারতের মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গেছে ওই ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নাগপুর শহর থেকে ৮০ কিলোমিটার দূরের ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, কামানের গোলা ধ্বংসের জন্য ট্রাক থেকে নামানো হচ্ছিল। সে সময় বিস্ফোরণটি ঘটে। পালগাও আর্মি ডেপোর একটি উন্মুক্ত স্থানে গোলাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, মধ্যপ্রদেশের খামারিয়াভিত্তিক একটি অস্ত্র কারখানাকে বিস্ফোরক ধ্বংসের কাজে ব্যবহারের জন্য জায়গাটি দেওয়া হয়েছে।