কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করায় গোপালগঞ্জের কাশিয়ানীতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ঐক্য পরিষদ।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজের পর উপজেলার ভাট্টাইধোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এসব কর্মসূচী পালিত হয়।
এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা পাঁচ শতাধিক উলামা, ছাত্র ও সাধারণ মুসল্লি অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ মাহাদী হাসান, মুফতি রফিকুর রহমান, পোনা মারকাজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও উপজেলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মারুফ হাসান সাইদী, সাধারণ সম্পাদক হাফেজ আলামিন, কাশিয়ানী পোনা মারকাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মামুন মোস্তফা, হিরণ্যকান্দি মাদ্রাসার মুহতামিম আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা উলামা ঐক্য পরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম, স্থানীয় মাওলানা ইলিয়াস আহমেদ, মাওলানা মহিউদ্দিন বরকত প্রমুখ।
এ সময় বক্তারা ভারতের হিন্দু পুরোহিদ রামগিরি মহারাজ ও বিজেপির বিধায়ক নীতেশ রানের গ্রেফতারের জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।