,

মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে কৃষক নিখোঁজ

নড়াইল প্রতিনিধি: মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় মালাই শেখ (৬২) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চব্বিশ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবারের লোকজন।

রবিবার (১৩ অক্টোবর) বিকালে লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের পার্শ্ববর্তী মধুমতি নদীতে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কৃষকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই (মধপাড়া) গ্রামের মৃত শেখ আব্দুল মজিদের ছেলে মালাই শেখ জাল নিয়ে পার্শ্ববর্তী মধুমতি নদীতে মাছ ধরতে যায়। এরপর ওই রাতে আর বাড়িতে ফিরে আসেন না তিনি। এ দিকে, বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

এ দিকে, নিখোঁজের চব্বিশ ঘণ্টা পার হলেও সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন থানার শরণাপন্ন হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, নিখোঁজের বিষয়টি জানার পরে সোমবার (১৪ অক্টোবর) বিকালে লোহাগড়া উপজেলার দায়িত্বরত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের জানানো হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার এস এম আশরাফ হোসেনের তত্ত্বাবধানে নদীর সম্ভাব্য স্থানে তল্লাশি শুরু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর