কিশোরগঞ্জ ব্যুরো: সাত ঘণ্টা পর ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শেষ করলে রাত ১টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের শিমুলকান্দি এলাকায় ওই ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সারবাহী গুডস ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কটিয়াদী উপজেলার চান্দপুর চট্টগ্রাম থেকে জামালপুরের মেলান্দহগামী (এমএসসি) সারবাহী গুডস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রাত ১০টার দিকে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।
উদ্ধারকাজ শেষ করে রাত ১টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।