,

ভিখারীনির জমি দখল করল আ’লীগ নেতা!

আটককৃত জারজীজ আহমেদ বাবলু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে আদালতের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে এক ভিখারীনির ১০ শতক জমি দখল করতে যান আওয়ামী লীগ নেতা সুরুজ আলী।

এ সময় পুলিশ সুরুজ বাহিনীর সদস্য জারজীজ আহমেদ বাবলুকে আটক করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের পীরেরহাট নামকস্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চৈত্রকোল ইউনিয়নের পীরেরহাট গ্রামের ভিখারীনি বিধবা রাবেয়া খাতুনের কয়েক শতক জমি রয়েছে। ওই জমির ওপর চোখ পড়ে ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুরুজ আলীর।

একপর্যায়ে সুরুজ তার ৩ সাঙ্গকে নিয়ে কিছুদিন আগে অপর এক মহিলাকে ভিখারীনি রাবেয়া সাজিয়ে জালিয়াতির মাধ্যমে ১০ শতক জমির দলিল করে। এরপর ওই জমিতে পাকাঘর তৈরির কাজ শুরু করে।

এতে বাধা দেয়ায় ভিখারীনি রাবেয়াকে ওই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বেদম মারপিট করে হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনা এবং ভুয়া দলিল বাতিলে পৃথক মামলা করেছে রাবেয়া। তারপরও সুরুজের অবৈধ দখল থেমে থাকেনি।

গত বুধবার রংপুর আদালত উল্লেখিত জমির ওপর ১৪৪ ধারা জারির নির্দেশ দেয়। বৃহস্পতিবার থানার পুলিশ ১৪৪ জারি করলেও পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ওই আওয়ামী লীগ নেতা অর্ধশতাধিক শ্রমিক দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে।

এ সময় ঘটনাস্থল থেকে সুরুজ বাহিনীর সদস্য জারজীজ আহমেদ বাবলুকে পুলিশ আটক করে।

ভিখারীনি রাবেয়া বলেন, মুই এস্ট্রি (সাব-রেজিস্ট্রি) অফিস দেখনাই, আসোও নাই। মুই জমির দলিল করি দেও নাই। মোর জমিটা ফিরি দেও বাবা।

একজন আটকের কথা স্বীকার করে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, রাবেয়া শুধু টিপসহি দিতে পারে। অথচ দলিলে রাবেয়ার নাম স্বাক্ষর থাকায় আইনের দৃষ্টিতে দলিলটি জালিয়াতি মনে হচ্ছে। এ ছাড়াও টিপসহি টিও ভুয়া। এখন মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর