বশেমুরবিপ্রবি প্রতিনিধি: ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বশেমুরবিপ্রবিসাসের সভাপতি শামস্ জেবিন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে সমিতির অন্য সদস্যরা এ শ্রদ্ধা জানান।
সমিতির সভাপতি শামস্ জেবিন বলেন, ‘একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি আমাদের কাছে ঐতিহ্যময় শহীদ দিবস । তাই সাংবাদিক সমিতি যথাযথ মর্যাদায় দিনটি পালন করে।”
এর আগে বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এছাড়া সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের জয় চত্বর থেকে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ইমাম আব্দুল্লাহ আল মামুন।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।