,

ভারতে ২৬ কেজি গাঁজাসহ ভুয়া সাত সেনা আটক

বিডিনিউজ ১০ আন্তর্জাতিক ডেস্কট্রাকের সামনে লেখা ‘অন ডিউটি আর্মি’। সেই ট্রাক থেকেই উদ্ধার করা হয়েছে ২৬ কেজি গাঁজা! সেনা পরিচয়ে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে।

ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার চাকদহ থানা এলাকায়। মঙ্গলবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে তল্লাশি চালানোর সময় ট্রাকটি থামায় চাকদহ থানার পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাতে অন্য রাজ্যর নম্বর প্লেটের ওই ট্রাকটিকে দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের। ট্রাক থামানো হলে ভিতরে থাকা সাতজন আরোহী নিজেদের সেনাকর্মী বলে পরিচয় দেন।

সেনাকর্মী হিসেবে পরিচয়পত্রও দেখান তারা। কিন্তু সেই পরিচয়পত্র জাল বলে সন্দেহ হওয়ায় ট্রাকে তল্লাশি শুরু করেন পুলিশকর্মীরা। সে সময় ট্রাকের ভেতর থেকে ২৬ কেজি গাঁজা ছাড়াও সেনা পোশাক এবং দু’টি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

তার পরই ওই সাতজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, তাদের প্রত্যেকেই উত্তর প্রদেশের বাসিন্দা। সেনা পরিচয় দিয়ে গাঁজা নিয়ে তারা কোথায় যাচ্ছিল, তদন্ত করে তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তদের বুধবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।

এই বিভাগের আরও খবর